অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত


বাংলাদেশে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত
বাংলাদেশে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত

বাংলাদেশের মধ্যাঞ্চলে একটি প্রধান এক্সপ্রেসওয়ে থেকে দ্রুতগতির একটি বাস ছিটকে খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।

শিবচরের পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাজধানী ঢাকা থেকে শহরটির দূরত্ব ৮০ কিলোমিটার।

৪০ জনের বেশি যাত্রী বহনকারী বাসটি নবনির্মিত পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে প্রায় ৯ মিটার (৩০ ফুট) নিচে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

বাসের টায়ার ফেটে যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, পুরাতন যানবাহন এবং দুর্বল নিরাপত্তা বিধির কারণে প্রতি বছর এখানে হাজার হাজার মানুষ মারা যায়।

২০১৮ সালে দুই কিশোরের মৃত্যুর পর একের পর এক ছাত্র বিক্ষোভ শুরু হয়। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বেপরোয়া গাড়ি চালানোর কারণে মৃত্যুর শাস্তি সর্বোচ্চ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার অনুমোদন দিতে বাধ্য হয়।

XS
SM
MD
LG