শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত চারজন নিহত হয়েছে। রাজ্যের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ভারী বৃষ্টি ও দমকা বাতাসের কারণে বেশ কয়েকটি জেলায় সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সংবাদদাতাদের বলেন, শুক্রবার গভীর রাতে স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড় ম্যান্ডৌস। এর ফলে, ১৮৫টি বাড়ি এবং ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে রাজ্যের রাজধানী এবং অটো নির্মাতা এবং প্রযুক্তি সংস্থাগুলির কেন্দ্রস্থল চেন্নাইতে ৪০০টি গাছ উপড়ে পড়ে।
স্ট্যালিন বলেন, দুর্যোগ কাজে নিয়োজিত ত্রাণ কর্মীসহ প্রায় ২৫,০০০ মানুষ ত্রাণ বিতরণ কাজে সাহায্য করেছে এবং ২০১টি ত্রাণ শিবিরে ৯,০০০ জনেরও বেশি লোককে নিরাপদে স্থানান্তরিত করা হয়েছে।
তিনি সংবাদদাতাদের বলেন, তিনি ক্ষতিগ্রস্ত কিছু এলাকা পরিদর্শন করেছেন। তবে "আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছি।"
শ্রীলঙ্কা অতিক্রম করার সাথে সাথে মান্ডৌস আগের প্রচণ্ডতা থেকে দুর্বল হয়ে পড়ে। ঝড়ের প্রভাবে মারাত্মক বায়ু দূষণের কারণে সেখানে শুক্রবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
এটি ধীরে ধীরে একটি নিম্নচাপে পরিণত হবে বলে ভারতের আবহাওয়া বিভাগ শনিবার টুইট করেছে।