অ্যাকসেসিবিলিটি লিংক

"আমি একটা গরুকে ছয় থেকে আট মিনিটে পুরা কেটে ফেলতে পারি"


স্বপ্না রহমান পেশায় কসাই। ষোল বছর ধরে বেঙ্গল মিট নামের একটি মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করছেন। ক্যারিয়ারের শুরু পাবনার মিট প্রসেসিং প্ল্যান্টে। স্বামীর সাথে পরিচয়ও সেখানেই। সাড়ে ছয় বছর পর বদলি নিয়ে ঢাকা চলে আসেন স্বামীসহ।

পরিবারের প্রথম স্বনির্ভর নারী স্বপ্না। "গ্রামের মেয়ে" থেকে এখন ফুল টাইম কাজ, চার বছরের ছেলেকে কিন্ডারগার্টেনের জন্য প্রস্তুত করা, সংসার সামলানো - সব মিলিয়ে ব্যস্ত জীবন তার।

কর্মজীবনে সাফল্যের স্বীকৃতি পেয়েছেন তিনি। নানা প্রোমশন হয়েছে গত ষোল বছরে। অনেক ছেলে মেয়েকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন। এখন নিযুক্ত আছেন জিগাতলা আউটলেটের সিনিয়র ইনচার্জ হিসেবে।

ইচ্ছার জোর আর সাহসের সাথে সুখী জীবনের লক্ষ্যে অগ্রসর হলে যে কোন নারীই তার মত স্বনির্ভর জীবন কাটানোর ক্ষমতা রাখে, ভয়েস অফ আমেরিকাকে বলেন স্বপ্না।

তিনি বলেন, "এতে ভয়ের কিছুই নেই।"

XS
SM
MD
LG