অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে সড়ক দুর্ঘটনায় ৯জন স্কুল শিক্ষকসহ নিহত ১১


ইরাকের মানচিত্র।
ইরাকের মানচিত্র।

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে একটি সড়ক দুর্ঘটনায় নয়জন স্কুল শিক্ষকসহ ১১জন মারা গেছেন। রমজানের ইফতার খেয়ে ফিরে আসার পথে ওই দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বলে, শনিবার ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে।তারা ‘এর জন্য গাড়ির উচ্চ গতিকে দায়ী করেছে।

পুলিশ জানিয়েছে,শিয়াদের পবিত্র শহর কারবালা থেকে, একটি মিনিবাসে করে দুর্ঘটনা কবলিত মানুষেরা ফিরছিল। মধ্যরাতে ব্যাবিলন প্রদেশে দুর্ঘটনাটি ঘটে।

গাড়িগুলোতে আগুন ধরে যায় বলে, পুলিশ সুত্র জানিয়েছে।

সংঘাত,অবহেলা এবং সীমাহীন দুর্নীতির ফলে, তেলসমৃদ্ধ ইরাকের রাস্তা ও সেতুসহ পুরো দেশের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

অনেক রাস্তা খানাখন্দে ভরা এবং রাতের বেলা সেগুলো সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন থাকে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ, গত মাসের শেষ দিকে সড়ক বিভাগের কর্মকর্তা তারেক ইসমাইলকে উদ্ধৃত করে জানায় , “ সড়ক দূর্ঘটনার সংখ্যা কিছুতেই কমছে না। মনে হচ্ছে যেন আমরা একটা যুদ্ধাবস্থায় আছি।"

তিনি "গতির সীমার প্রতি শ্রদ্ধার অভাব",গাড়ি চালানোর সময়ে মোবাইল ফোনের ব্যবহার এবং মদ ও মাদকের প্রভাবকে সড়ক দূর্ঘটনার জন্য দায়ী করেছেন।

অপর একজন ট্রাফিক কর্মকর্তা বলেন, প্রায় ৪ কোটি ১ লাখ মানুষের দেশ ইরাকে গত বছর, প্রায় ১,০০০ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

XS
SM
MD
LG