সাংহাইতে কোভিড সংক্রমণ বাড়ার কারণে আমেরিকান কনস্যুলেট তাদের কিছু কর্মীকে লকড-ডাউন ওই শহর ছেড়ে চলে যেতে বলার পর, চীন তার কোভিড -১৯ নীতি সম্পর্কে "ভিত্তিহীন অভিযোগ" করার জন্য যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে।
বেইজিংয়ের শূন্য-কোভিড কৌশলটি গত মার্চ মাস থেকে চাপের মধ্যে পড়ে। কারণ সাংহাইতে দৈনিক ১ লক্ষেরও বেশি সংক্রমণ শুরু হলে, প্রায় ২.৫ কোটি বাসিন্দাকে পর্যায়ক্রমে অবরুদ্ধ রাখা হয়, সেই সাথে খাদ্য ঘাটতি এবং স্বাস্থ্যকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এই অবস্থায় শনিবার যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, সাংহাইতে সংক্রমণ বৃদ্ধির ফলে তারা অতি প্রয়োজনীয় নয় এমন কর্মচারীদের কনস্যুলেট ছেড়ে যাওয়ার অনুমতি দেবে। এছাড়া, চীনের নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে, তারা ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে চীন সরকারের "স্বেচ্ছাচারি বলপ্রয়োগের" সম্মুখীন হতে পারে।
এর প্রতিক্রিয়ায়, শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং "চীনের মহামারী নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে "তীব্র অসন্তোষ এবং জোরালো বিরোধিতা" করছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, “এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত। তবে এটিও অবশ্যই উল্লেখ করা উচিত যে, চীনের মহামারী নিয়ন্ত্রণ নীতি বৈজ্ঞানিক এবং কার্যকর”।
তিনি বলেন, “আমাদের পূর্ণ আস্থা আছে, সাংহাই এবং অন্যান্য জায়গাগুলি মহামারীর এই পর্যায় থেকে শীগগিরই বেরিয়ে আসবে”।
তবে স্থানীয়রা লকডাউন বিধিনিষেধে ছটফট অস্থির হয়ে উঠেছেন এবং অনেকে খাদ্য ঘাটতি এবং শক্ত হাতে বিধিনিষেধ নিয়ন্ত্রণের বিরুদ্ধে সামাজিক মাধ্যমগুলোতে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।
কিন্তু কর্মকর্তারা তাদের জিরো-টলারেন্স পদ্ধতিতে থেকে এক চুল-ও নড়ছে না।
শহরের স্বাস্থ্য আধিকারিক উ কিয়ানিউ রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, শহরে আরোপিত কোভিড বিধিনিষেধ "বিন্দুমাত্র শিথিল করা হবে না।"