করোনাভাইরাস সত্বেও বাংলাদেশের অর্থনীতি ততখানি ভেঙ্গে পড়েনি , যতটা আশংকা করা গিয়েছিল তবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও তার অর্থনীতিতে এই কভিড ১৯ এর প্রতিকুল প্রভাব মোকাবিলা করছে । ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে ঢাকা থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের এক্সিকিউটিভ ডিরেকটার ড. ফাহমিদা খাতুন এই প্রতিকূর প্রভাবগুলো চিহ্নিত করেন এবং তা মোকাবিলার ব্যাপারে তাঁর মতামত তুলে ধরেন। তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।
ভিডিও সম্পাদনা: সাফিউল মাসুদ