ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা ও নৌবাহিনী এ্যাকাডেমির কর্মকর্তারা বলছেন, আর্মি-নেভী ফুটবল খেলার সময় শনিবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এ্যাকাডেমীর শিক্ষার্থীরা 'শ্বেতাঙ্গ শক্তির' হাত চিহ্নের প্রতীক বহন করেছিল কি না সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
খবরে বলা হয়েছে, ফিলাডেলফিয়ায় বার্ষিক সেনা-নৌবাহিনীর ফুটবল খেলার সময় ওয়েস্ট পয়েন্ট ক্যাডেটরা এবং এ্যানাপলিসের নৌবাহিনীর ক্যাডটরা হাত চিহ্নের প্রতীক বহন করে। উভয় এ্যাকাডেমী কর্তৃপক্ষ বলছেন, এই চিহ্নকে তারা "ওকে" চিহ্নের অনুরূপ বোঝাননি।
Anti-Defamation League বা মানহানি বিরোধী লীগ তাদের ওয়েবসাইটে বলেছে এটা বর্নবাদী কোনো প্রতীক কিনা তা খতিয়ে দেখতে হবে। গত বছর যুক্তরাস্ট্রের উপকূলরক্ষী বাহিনীর এক অফিসার এক রকম হাতের চিহ্ন বহনের জন্য তিরোস্কৃত হয়েছিলেন।