অ্যাকসেসিবিলিটি লিংক

২৪শে এপ্রিল থেকে ভারতে তেলের দাম বাড়ছে না


অনেক দিন ধরেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামের ওঠানামা অনুসারেই তেলের পাম্পে নড়াচাড়া করত পেট্রোল-ডিজেলের দরও। কিন্তু ২৪ এপ্রিল থেকে দাম এক জায়গায় স্থির হয়েই রয়েছে।কারণটা কি? দেশের বৃহত্তম তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল-এর চেয়ারম্যান সঞ্জয় সিং জানাচ্ছেন, এই স্থিতাবস্থা নিতান্তই সাময়িক। তেলের দাম যখন গত ৬ বছরের রেকর্ড ছাড়িয়ে গেল, তখনই সরকারের নির্দেশে দরবৃদ্ধিতে লাগাম টানা হয়। কারণটা একেবারেই রাজনৈতিক। শনিবার কর্নাটকের নির্বাচন চুকে গেলেই ফের আগের মত নিত্য বদলাতে শুরু করবে পেট্রোল-ডিজেলের দাম।

please wait

No media source currently available

0:00 0:00:28 0:00

XS
SM
MD
LG