অ্যাকসেসিবিলিটি লিংক

অসমে ভারতের বৃহত্তম সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


দেশের বিশিষ্ট সংগীত শিল্পী ভূপেন হাজারিকার নামে আজ দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমে দেশের বৃহত্তম সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে তিনি উত্তর-পূর্বের এই রাজ্যের ডিব্রুগড়ে পৌঁছন।অসমের তিনসুকিয়া জেলার লোহিত নদীর ওপর ঢোলা-সাদিয়া সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী যান ধেমাজি জেলায়। সেখানে তিনি একটি কৃষি গবেষণা কেন্দ্রের শিলান্যাস করেন ।এরপর আজ বিকেলে গুয়াহাটিতে এইমস হাসপাতালের একটি শাখারও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। প্রসংগত বলা যেতে পারে আজই ছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তিনবছর ও অসমে বিজেপি সরকারের একবছর পূর্ণ হওয়ার দিন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।উল্লেখ করা যেতে পারে গত তিন বছর আগে এই ছাব্বিশে মে তেই প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই সংগে বলা যেতে পারে অসমের লোহিত নদীর ওপর তৈরি হয়েছে ঢোলা-সাদিয়া সেতু। নয় দশমিক এক পাঁচ কিলোমিটার লম্বা এই সেতুতে থাকছে তিনটি লেন। প্রতিবেশী দুই রাজ্য অসম আর অরুণাচল প্রদেশকে যুক্ত করবে এই সেতু। এই সেতু চালু হওয়ায় দুই রাজ্যের মধ্যে সড়কপথে যাতায়াতের দূরত্ব একশো পঁয়ষট্টি কিলোমিটার কমবে। এতদিন অসমের ঢোলা থেকে অরুণাচল প্রদেশের সাদিয়া পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সময় লাগত ছয় ঘণ্টা। কিন্তু এখন সময় লাগবে মাত্র একঘণ্টা। শুধু সাধারণ মানুষই নয়, সেনাবাহিনীর কাছেও এই সেতুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অরুণাচলের উত্তর দিকে রয়েছে চিন সীমান্ত। ফলে এই অঞ্চল থেকে দেশের মূলভাগের সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ঢোলা-সাদিয়া সেতু। সাঁজোয়া গাড়ি যাতায়াতের পরিকাঠামোও রয়েছে এই সেতুতে।

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG