বাংলাদেশে জামাত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদন্ডের রায় বাস্তবায়ন নিয়ে ইতিপুর্ব নানা কথা শোনা গেলেও শনিবার আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন- রায় বাস্তবায়ন করতে গেলে রায়ের সংক্ষিপ্ত কপি কারাগারে না পৌঁছুনোো পর্যন্ত মৃত্যুদন্ড কার্যকর করা যাবে না। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেক আমির খসরু।
অনুমতি না পাওয়ায় সমাবেশ করতে পারেনি বিরোধী দল BNP এবং এরই প্রতিবাদে রবিবার বিক্ষোভ কর্মসূচী দিয়েছে BNP- রিপোর্ট পাঠিয়েছেনে আমির খসরু।
সাত শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায়, শ্রমিক ধর্মঘটে চট্রগ্রাম বন্দর অচল হয়ে পড়েছে বলে জানাচ্ছেন ঢাকা থেক তাঁর রিপোর্টে মতিয়ুর রহমান চৌধুরী।