অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানির জাতীয় নির্বাচনে হেরে গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহাবুদ্দিন মিয়া


শাহাবুদ্দিন মিয়া
শাহাবুদ্দিন মিয়া

জার্মানির সংসদে যাওয়া হলো না শাহাবুদ্দিন মিয়ার। তিনি ভোটে অংশ নিয়ে হেরে গেছেন। তিনি ছিলেন বাংলাদেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। তাকে ঘিরে বাংলাদেশিদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছিল। সবুজ দলের প্রার্থী হিসেবে তিনি জাতীয় সংসদ, স্থানীয় ভাষায় বুন্ডেসটাগ নির্বাচনে অংশ নেন।

জার্মানি থেকে পাওয়া খবরে জানা গেছে, শাহাবুদ্দিন মিয়া ১২.৫ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিপক্ষ সিডিইউর প্রার্থী হান্স ইউরগ্যান থিউস ৩৩.১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শাহাবুদ্দিন মিয়া এর আগেও একবার ভোটে অংশ নিয়েছিলেন।

বাংলাদেশে তার গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। ১৯৭৯ সালে তিনি পড়াশোনা করতে জার্মানি যান। তিনি পেশায় একজন প্রকৌশলী। ২০০৮ সালে গ্রিন দলে যোগ দেন। এখন ভ্যার্ল শহরের গ্রিন দলের সভাপতি। এবার ভোটে হারার পর মিডিয়াকে বলেন, রাজনীতিতে তিনি থাকবেন। চেষ্টা করবেন দলের জন্য কাজ করতে। শাহাবুদ্দিনকে ঘিরে প্রবাসীদের আশাবাদ ছিল।

XS
SM
MD
LG