অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ


যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত কিছুদিন ধরে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ চলছে। ওয়াশিংটন ডিসি-র জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ক্যাম্পাসে তেমনি এক বিক্ষোভে আমরা কথা বলেছি বিভিন্ন জনের সাথে।

একজন ছাত্র হুয়ান বললেন, তাদের অন্যতম দাবি, গাজায় ইসরায়েলের 'গণহত্যা' অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা গাজার যুদ্ধ থেকে লাভবান হচ্ছে তাদের সাথে এই বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন করতে হবে।

ইহুদী এক ছাত্র ইথান বললেন, তিনি এই বিক্ষোভের কিছু স্লোগানকে 'ইহুদী বিদ্বেষী' মনে করেন।

আরেক ছাত্রী কেইলা বললেন, "গাজা আমাদের হৃদয়ে', 'আমরা এখানে হাজির এবং আমরা থাকবো।"

দেশের কয়েকটি ক্যাম্পাসে পুলিশ বিক্ষোভকারিদের ছত্রভঙ্গ করে অনেককে গ্রেফতার করেছে।

ওদিকে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন বাক স্বাধীনতার পাশাপাশি 'আইনের শাসন বহাল রাখতে হবে'।

গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের ১২০০ লোক নিহত এবং ২৫০ জন জিম্মি হবার পর গাজায় ইসরায়েলের সেনা অভিযান শুরু হয়।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG