হংকং-এর গণতন্ত্রপন্থী গণমাধ্যমে পুলিশের অভিযান, ছয়জন গ্রেফতার

স্ট্যান্ড নিউজ সম্পাদক প্যাট্রিক ল্যামকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে হংকং পুলিশ। ২৯শে ডিসেম্বর ২০২১। (ছবি- এপি)

"রাষ্ট্রদ্রোহী প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের" অভিযোগে হংকং-এর গণতন্ত্রপন্থী অনলাইন গণমাধ্যম স্ট্যান্ড নিউজ কার্যালয়ে কয়েক শত জাতীয় নিরাপত্তা পুলিশ অভিযান চালিয়ে সেখানকার সিনিয়র স্টাফসহ ছয়জনকে গ্রেফতার করে।

ঐ অভিযানের পর সাবেক এই ব্রিটিশ উপনিবেশটিতে বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মানুষের বিভিন্ন ধরণের ব্যক্তিগত অধিকার সুরক্ষার অঙ্গীকারের মধ্যে দিয়ে হংকং ১৯৯৭ সালে চীনের শাসনের অধীনে ফিরে যায়।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে তারা ওয়ারেন্টসহ তল্লাশী অভিযানে গিয়েছিল যাতে তাদেরকে ‘প্রাসঙ্গিক সাংবাদিকতার উপকরণ তল্লাশী ও জব্দ করার’ কর্তৃত্ব দেয়া হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, “অভিযানে দুইশোর বেশি পোশাক পরা এবং সাদা পোশাকের পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। তল্লাশী অভিযান চলছে”।

২০২০ সালে হংকং-এর ওপর বেইজিং আরোপিত ঢালাও জাতীয় নিরাপত্তা আইনে রাষ্ট্রদ্রোহ অপরাধ নয়।

তবে আদালতের সাম্প্রতিক রায়ে কর্তৃপক্ষকে নতুন আইনে ঔপনিবেশিক আমলের আইনের মতো, রাষ্ট্রদ্রোহিতা সম্বলিত অপরাধ অধ্যাদেশসহ ক্ষমতা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে জাতীয় নিরাপত্তা আইন ২০১৯ সালের সহিংস গণতন্ত্রপন্থী বিক্ষোভের পর আইন শৃংখলা ফিরিয়ে এনেছে এবং তা কারো অধিকার বা স্বাধীনতা খর্ব করে না। সমালোচকরা বলেন এই আইন ভিন্নমত বন্ধ করার একটি কৌশল।

জুন মাসে শত শত পুলিশ গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলিতে অভিযান চালায় এবং "অন্য একটি দেশের সঙ্গে যোগসাজশের" তথাকথিত অভিযোগে পত্রিকাটির নির্বাহীদের গ্রেফতার করা হয়। পত্রিকাটি পরে বন্ধ করে দেয়া হয়।

হংকং এর টিভিবি জানায় বুধবার সাবেক বোর্ড সদস্য এবং সাবেক গণতন্ত্রপন্থী বিধায়ক মার্গারেট এনজি, পপ গায়ক ডেনিশ হো, ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক প্যাট্রিক ল্যামসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।