সুদানে বিক্ষোভকারিদের সাথে সংঘর্ষে  ৫৮ জন পুলিশ আহত, বলছে কর্তৃপক্ষ

সুদানের রাজধানী খার্তুমে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত একজনকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। ডিসেম্বর ২৫, ২০২১। (ছবি- এএফপি)

সুদান কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে যে সামরিক শাসনের বিরুদ্ধে চলা শনিবারের বিক্ষোভের সময় ৫৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। নিরাপত্তা স্থাপনা বা যানবাহনের উপর হামলা মোকাবেলা করতে শুধু কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

খার্তুমের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে আরও জানানো হয় যে শনিবারের বিক্ষোভের পর ১১৪ জনকে আটক করা হয়েছে এবং তারা বিচারের মুখোমুখি হবেন। গণতান্ত্রিক নির্বাচনের পথ চলাকে রোধ করে দেওয়া ২৫ অক্টোবরের সামরিক অভ্যুত্থানের পর চলতে থাকা বিক্ষোভ সমাবেশের এটি সর্বসাম্প্রতিক ঘটনা ছিল।

বিক্ষোভের সাথে সহমর্মিতা প্রকাশকারী চিকিৎসা কর্মীরা ইতোপূর্বে জানান যে নিরাপত্তা বাহিনীর সহিংসতার কারনে ১৭৮ জন বিক্ষোভকারী আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনের শরীরে তাজা বুলেটের ক্ষত রয়েছে।

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ দমনের কারণে এখন পর্যন্ত ৪৮ জন নিহত হয়েছেন বলেও চিকিৎসা কর্মীরা জানান।

শনিবার ইন্টারনেট এবং টেলিফোন যোগাযোগ ব্যাহত হয়, এবং নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট ভবনে পৌঁছাতে বাধা দিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

সেনাবাহিনী নভেম্বরে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোককে নিজ পদে পুনর্বহাল করার চুক্তি ঘোষণা করলেও বিক্ষোভকারীরা দমে যাননি, এবং তারা দাবি করেছেন যে সামরিক বাহিনীকে রাজনীতি থেকে নিজেদের পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে।