সিয়েরা লিওনের রাজধানীতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯১ জন নিহত, বলছেন কর্মকর্তারা 

সিয়েরা লিওনের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির দেয়া এই ছবিতে রাজধানী ফ্রিটাউনের ওয়েলিংটন শহরতলিতে শনিবার বিস্ফোরিত হওয়া পোড়া তেলের ট্যাঙ্কারটির চারপাশে লোকজন জড়ো হয়েছে।৬ নভেম্বর ২০২১।(ছবি-এপি/এনডিএমএ)

শুক্রবার সিয়েরা লিওনের রাজধানীতে এক সংঘর্ষের পর একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯১ জন নিহত হয়েছে।সেখানকার কেন্দ্রীয় মর্গ এবং স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

দেশটির সরকার এখনও মৃতের সংখ্যা নিশ্চিত করেনি তবে ফ্রিটাউনের কেন্দ্রীয় রাজ্য মর্গের ব্যবস্থাপক জানিয়েছেন বিস্ফোরণের পর তারা ৯১টি মৃতদেহ পেয়েছেন।

বন্দর নগরীর মেয়র ইভন আকি-সয়ের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান, ভুক্তভোগীদের মধ্যে এমন লোকও রয়েছে যারা ঐ ভাঙা গাড়ি থেকে জ্বালানি সংগ্রহ করতে ভিড় করেছিল।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ব্রিমা বুরেহ সেসে অনলাইনে শেয়ার করা ঘটনাস্থলের একটি ভিডিওতে জানিয়েছেন, "এই ঘটনায় অনেকে হতাহত হয়েছে, অনেক পোড়া মৃতদেহ পেয়েছি।এটি ভয়ানক, ভয়ানক দুর্ঘটনা।"

অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, বেশ কিছু লোকজন খারাপভাবে দগ্ধ হয়ে রাস্তায় পড়ে আছেন এবং আশেপাশের দোকান ও বাড়িগুলোতে আগুন জ্বলছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে ছবিগুলো যাচাই করতে পারেনি।

আকি-সয়ের ভিডিও এবং ছবিগুলিকে "বেদনাদায়ক" বলে অভিহিত করেছেন।

মেয়র বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। তিনি জানান পুলিশ এবং তার সহকারী দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সহায়তা করার জন্য ঘটনাস্থলে রয়েছেন।

প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো এক টুইটে লিখেছেন, "যেসব পরিবার প্রিয়জনদের হারিয়েছে এবং এর ফলে যারা পঙ্গু হয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।"

"আমার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা দেয়ার জন্য সবকিছু করবে।"