শিশুসহ ১১ জন গ্রামবাসীকে হত্যার জন্য মিয়ানমারের জান্তার নিন্দা করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ

এই ছবিটিতে মিয়ানমারের সাগাইং অঞ্চলের ডোন টাও শহরে মাটিতে বেশ কয়েকটি পোড়া মৃতদেহের পাশে রক্তের দাগ দেখা যাচ্ছে।৭ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি)

মিয়ানমারের অশান্ত মধ্যাঞ্চলে শিশুসহ ১১ জন গ্রামবাসীকে হত্যার ঘটনাকে ওয়াশিংটন "বিশ্বাসযোগ্য এবং বিরক্তিকর " হিসেবে বর্ণনা করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ মিয়ানমারের জান্তার নিন্দা করেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম ও বাসিন্দারা জানিয়েছে সামরিক গাড়িবহরে মাইন এবং বোমা হামলার একদিন পর সৈন্যরা সাগাইং অঞ্চলের ডোনটাও গ্রাম থেকে ১১ জনকে আটক করেছে। এই ঘটনার পরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এবং জাতিসংঘের মহাসচিব ঐ বিবৃতি দেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বৃহস্পতিবার দেশটির প্রাক্তন নাম ব্যবহার করে বলেছেন, "আমরা এই বিশ্বাসযোগ্য ও বিরক্তিকর প্রতিবেদনে ক্ষুব্ধ যে বর্মার সামরিক বাহিনী উত্তর-পশ্চিম অঞ্চলে শিশুসহ ১১ জন গ্রামবাসীকে বেঁধে তাদের জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে ।"

১০ মাস আগে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী মিয়ানমারের জান্তা এই দাবি অস্বীকার করেছে।

সারা দেশে অভ্যুত্থান বিরোধী গোষ্ঠীর সঙ্গে জান্তা রক্তাক্ত লড়াইয়ে লিপ্ত রয়েছে।

রাষ্ট্র-সমর্থিত গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার সংবাদপত্র শুক্রবার জানিয়েছে যে প্রতিবেদনগুলি "ভুয়া" এবং "স্থানীয় ও আন্তর্জাতিক মাধ্যমের ষড়যন্ত্রের প্রমাণ।"

নাম প্রকাশ না করার শর্তে এএফপির সঙ্গে কথা বলার সময় একজন বাসিন্দা বলেছেন, সৈন্যরা গ্রাম ছেড়ে যাওয়ার পর তারা "হাত বাঁধা মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। দেহগুলো থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল।"

সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে মাটিতে বেশ কয়েকটি বাজেভাবে পোড়া মৃতদেহ পড়ে আছে।

দেহাবশেষ দেখানোর উদ্দেশ্যে তোলা ঐ ভিডিও ক্লিপটিতে একটি কণ্ঠস্বর শোনা গেছে যেখানে ঐ ব্যক্তি বলছেন, "এটি আমাদের সকলকে কষ্ট দেয়... এদের দেখে মানুষ মনে হচ্ছে না।"

মঙ্গলবারের আগে এই ভিডিও ক্লিপটি অনলাইনে পোস্ট করা হয়েছে কিনা তার কোন প্রমাণ পাননি এএফপির ডিজিটাল ভেরিফিকেশন রিপোর্টাররা। এই ভিডিওটি কোথায় চিত্রায়িত করা হয়েছে বা এটি নির্ভরযোগ্য কিনা তা সনাক্ত করতে পারেনি।