রবিবারের ভাষণে তাইওয়ানের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার ব্যক্ত করবেন প্রেসিডেন্ট সাই

তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এই ছবিতে, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন প্রেসিডেন্ট কার্যালয়ে কথা বলছেন। ২০ জুন ২০২১।(ছবি-এপি/ তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়)

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন রবিবার ধার্য করা এক গুরুত্বপূর্ণ ভাষণে ঐ দ্বীপটির সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার ব্যক্ত করবেন। তিনি আরও বলবেন যে, চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাবার কারণে আগের চাইতে এখন অনেক জটিল ও গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি তাইওয়ান।

গণতান্ত্রিক তাইওয়ান, যাকে চীন তার নিজস্ব অঞ্চল বলে দাবি করে থাকে, বেইজিংয়ের তরফ থেকে ক্রমাগত সামরিক ও রাজনৈতিক চাপের মুখে রয়েছে। এই মাসে চীনের বিমান বাহিনী পর পর চারদিন তাইওয়ানের আকাশসীমা রক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে(এডিআইজেড)অনুপ্রবেশ করে।

রবিবার তার জাতীয় দিবসের ভাষণের একটি রূপরেখা অনুসারে -যেটির সম্পর্কে এক সুত্র রয়টার্সকে জানিয়েছে, সাই বলবেন তাইওয়ান গণতন্ত্র রক্ষার সম্মুখ সারিতে রয়েছে এবং অনভিপ্রেত, জটিল ও গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি।

সাই তাইওয়ানের আত্মরক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দৃঢ় সংকল্পের পুণরাবৃত্তি করবেন এবং তাইওয়ান যে "তাড়াহুড়ো করে এগিয়ে যাবে না" এ বিষয়েও তিনি জোর দেবেন।

তবে তিনি এও বলবেন যে যখন তাইওয়ানের সার্বভৌমত্বের প্রসংগ আসে, তখন কোন অবস্থাতেই পিছু হটবে না তাইওয়ান।

এর আগে শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে কথা বলার সময় তাইওয়ানের সঙ্গে "শান্তিপূর্ণ পুণ:একত্রিকরণ" বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। যদিও শি তার বক্তব্যে চীনের দাবি করা দ্বীপের সঙ্গে এক সপ্তাহ ধরে চলে আসা উত্তেজনা-যা আন্তর্জাতিক উদ্বেগের জন্ম দিয়েছে সে ঘটনায় বল প্রয়োগের কথা সরাসরি উল্লেখ করেননি।

তাইওয়ান এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলে, কেবল তাইওয়ানের জনগণেরই নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে এবং চীনের জোরপূর্বক কৌশলগুলির সমালোচনা করার অধিকার রয়েছে।