যুক্তরাষ্ট্রের সহায়তায় মরক্কোতে ইসলামিক স্টেট গ্রুপের চক্রান্ত বানচাল

মরক্কো

মরক্কোর সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ বাহিনী শুক্রবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের সমর্থনে মরক্কোর নিরাপত্তা বাহিনী কথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর একটি সন্দেহজনক বোমা পরিকল্পনা বানচাল করেছে এবং নিষিদ্ধ সংগঠনের একজন কথিত সমর্থককে গ্রেফতার করেছে।

মরোক্কোর সেন্ট্রাল ব্যুরো অফ জুডিশিয়াল ইনভেস্টিগেশন (বিসিআইজে) যৌথ অভিযান সম্পর্কে বিস্তারিত খবর না দিয়ে এক বিবৃতিতে বলেছে, "এই গ্রেফতারটি (মরক্কোর নিরাপত্তা বাহিনী) এবং যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ফল।"

বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃত সন্দেহভাজন ব্যক্তিটি "রাবাতের উত্তরে সালা আল-জাদিদা অঞ্চলের কথিত ইসলামিক স্টেটের একজন উগ্রবাদী”।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঐ ব্যক্তি এই গোষ্ঠীর প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিল বলে অভিযোগ।

বিবৃতিতে আরও বলা হয়, "বিস্ফোরক যন্ত্র ব্যবহার করে মরক্কোতে একটি সন্ত্রাসী চক্রান্তে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ার আগে" সে বিদেশী জিহাদি প্রশিক্ষণ শিবিরে যোগ দেয়ার পরিকল্পনা করেছিল।

পুলিশ পরবর্তীতে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস ও উপকরণ জব্দ করে।

বিসিআইজে বলেছে, "এই নিরাপত্তা অভিযান চরমপন্থী সহিংসতা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হুমকির বিরুদ্ধে লড়াইয়ে (মরক্কোর নিরাপত্তা পরিষেবা) এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্ব এবং কার্যকারিতা তুলে ধরে।"

মরক্কোর সংবাদমাধ্যমগুলি ৮ই ডিসেম্বর দেশব্যাপী সন্ত্রাস বিরোধী অভিযানের খবর প্রকাশ করে। কিন্তু সরকারী সূত্রগুলি এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেনি।

৬ই অক্টোবর, সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ বাহিনী ট্যানজিয়ারসে একটি "সন্ত্রাস সেল" সরিয়ে ফেলার ঘোষণা দেয় এবং বোমা হামলার পরিকল্পনার জন্য অভিযুক্ত পাঁচজন সন্দেহভাজনকে গ্রেফতার করে৷

সেপ্টেম্বরে, দক্ষিণ মরক্কোতে ইসলামিক স্টেট গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত একটি স্থাপনা ভেঙে দেয়া হয় এবং সাতজনকে গ্রেফতার করা হয়।

ফেব্রুয়ারিতে প্রকাশিত বিসিআইজের তথ্য অনুসারে ২০০২ সাল থেকে মরক্কোর পুলিশ দাবি করছে যে তারা ২০০০ "সন্ত্রাসী সেল" ভেঙে দিয়েছে এবং সন্ত্রাসের সঙ্গে জড়িত প্রায় ৩,৫০০ মানুষকে গ্রেফতার করেছে।