যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের শীর্ষ কূটনীতিকরা ৫ই অক্টোবর বৈঠকে মিলিত হবেন

ফাইল - ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ঝাঁ-ইভ লে ড্রিয়োঁ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াশিংটনে ফরাসি রাষ্ট্রদূতের বাসায় একটি অনুষ্ঠানের সময় কথা বলছেন। ১৪ জুলাই, ২০২১।

৫ই অক্টোবর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ঝাঁ-ইভ লে ড্রিয়োঁ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। লে ড্রিয়োঁর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয় দুই দেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে এই দুই নেতা কাজ করবেন।

গত মাসে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের প্রযুক্তির সঙ্গে অন্তত আটটি পারমাণবিক শক্তি সম্পন্ন সাবমেরিন তৈরির জন্য অস্ট্রেলিয়া ফ্রান্সের সঙ্গে আগের ৪ হাজার কোটি ডলারের সাবমেরিন চুক্তি বাতিল করার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

পাল্টা ব্যবস্থা হিসেবে ফ্রান্স সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। তবে রাষ্ট্রদূত ইতোমধ্যে ওয়াশিংটনে ফিরে এসেছেন।

সাবমেরিন চুক্তি নিয়ে দ্বন্দ্ব শুরু হবার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ বিষয়ে আলোচনা করেছেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে "বিস্তারিত আলোচনা " শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন।