যুক্তরাষ্ট্র ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা বেজিংএ বৈঠক করেন

China Asia Pompeo

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেও, চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন চীনের কর্মকান্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ রয়েছে। দুই পররাষ্ট্রমন্ত্রী সোমবার বেজিংএ বৈঠক করেন।

পমপেও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ইকে বলেন আমাদের মধ্যে মৌলিক মত পার্থক্য রয়েছে। দু পক্ষই কড়া ভাষা ব্যবহার করে।

ওয়েং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা চীনের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি করছে। তিনি বলেন ওয়াশিংটন তাইওয়ানের সঙ্গে এমন ভাবে কাজ করছে যে তা চীনের স্বার্থের ক্ষতি করছে। বেজিং স্বশাসিত ওই দ্বীপকে নিজের বলে গন্য করে।

অবশ্য দুই পররাষ্ট্রমন্ত্রী, দু দেশের মধ্যে আরও সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।