মাগুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছে। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত হয়েছেন আরও ৩০জন। পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। পুলিশের এসপি জহিরুল ইসলাম জানান, সদর উপজেলার জগদল ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন জগদল ইউনিয়নের মাঝিপাড়ার রহমান মোল্লা (৫৬), সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০) ও ইমরান হোসেন। নিহতরা জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার নজরুল ইসলাম ও তার প্রতিপক্ষ সবুর মোল্লার সমর্থক। স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান জানান, এই দুই প্রার্থীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। সেই বিরোধ বেড়েছে এবারকার নির্বাচনে।
জানা গেছে, সবুর মোল্লার পক্ষে এবার একজন প্রার্থী দেওয়া হয়।বিষয়টি ভালোভাবে নেননি নজরুল ইসলাম। এ নিয়ে উভয় পক্ষের উত্তেজনা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। এতেই চারজন নিহত ও ৩০জন আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পুলিশের এসপি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।