ভারতের বৈধ নাগরিক কিনা তা যাচাই-বাছাইয়ের জন্য দেশটির জম্মু ও কাশ্মীর পুলিশ শনিবার থেকে দেশটিতে আশ্রয় নেয়া শত শত রোহিঙ্গাকে আটক অভিযান শুরু করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে ঢাকায় খবর পাওয়া গেছে।
অভিযানের প্রথম দিন শনিবার ১৬৮ জন রোহিঙ্গাকে আটক কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। ভারত সরকার শুক্রবার সে দেশের ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ভারতের অবৈধ বসবাসকারীদের জন্য আটক কেন্দ্র বা হোল্ডিং সেন্টার চালু করেছে।
রোহিঙ্গাদের দিয়ে শনিবার থেকেই তা কার্যকর হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ভারতীয় পাসপোর্ট বা বৈধ কাগজপত্র না থাকলেই তাদের আটক কেন্দ্রে পাঠানো যাবে। খবরে বলা হয়েছে, জম্মু পুলিশ শনিবার থেকে শত শত রোহিঙ্গাকে জম্মু শহরের মওলানা আবুল কালাম আজাদ স্টেডিয়ামে জড়ো করছে। সেখানে সাংবাদিকসহ কাউকে যেতে দেয়া হচ্ছে না।
এদিকে, ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই তাদের খবরে দাবি করেছে, ভারতে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।
ভারতীয় ক্ষমতাসীন বিজেপি জম্মুতে রোহিঙ্গাদের আটক করার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5