বুয়েনেস আয়ারসে জি ২০ সম্মেলন

বুয়েনেস আয়ারসে জমজমাট জি ২০ সম্মেলন হতে চলেছে এবার। শুক্রবার অনুষ্ঠিতব্য দুই দিনের ঐ সম্মেলন উপলক্ষ্যে বিশ্ব নেতারা এখন সেখানে। বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা বানিজ্য সংক্রান্ত যে স্নায়ু যুদ্ধ চলছে এ্যাতোদিন; জি ২০ সম্মেলনে তার একটি উন্মুক্ত প্রকাশ ঘটতে পারে। এছাড়া ইউক্রেন মধ্যপ্রাচ্য দক্ষিন চীন সাগরসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। হেনরী রিজওয়েলের রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।

Your browser doesn’t support HTML5

বুয়েনেস আয়ারসে জি ২০ সম্মেলন