ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে শনিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন যে ভিয়েনায় বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনাকে তেহরান গুরুত্বের সঙ্গে দেখছে।
অস্ট্রিয়ার রাজধানীতে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি পুনরায় চালু করার জন্য যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা বৃহস্পতিবার আবার শুরু হয়েছে। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া এবং চীনের কূটনীতিকরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছে কেননা তেহরান এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কথা বলতে অস্বীকার করেছে।
নাম প্রকাশ না করার শর্তে ইউরোপীয় একটি সূত্র শুক্রবার পরামর্শ দিয়েছে যে জুন মাসে যে আলোচনা থেকে তারা বেরিয়ে এসেছিলেন সেখান থেকে আলোচনা চালিয়ে যেতে ইরান সম্মত হয়েছে।তবে ইরানের কর্মকর্তারা এটি অস্বীকার করেছেন।
মূল চুক্তির অধীনে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করে যার বিনিময়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ তাদের নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই চুক্তি পরিত্যাগ করেছিলেন।
ইরনা রাইসিকে উদ্ধৃত করে জানিয়েছে “আলোচকদের কাছে ইরানের প্রস্তাবের যে লিখিত বিবরণ উপস্থাপন করেছি তাতেই প্রমাণিত হয় যে আমরা আলোচনাকে কতটুকু গুরুত্ব দিচ্ছি। আর অপর পক্ষ যদি নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন তাহলে আমরা একটি ভাল চুক্তি অর্জন করব। আমরা অবশ্যই একটি চুক্তি চাই।"
ইরানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা পুণর্বহাল করার এক বছর পর, তেহরান ধীরে ধীরে চুক্তির পারমাণবিক সীমা লঙ্ঘন করতে শুরু করে। ইরান চায় সব নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক।
ইরানের শীর্ষ আলোচক আলী বাঘেরি রয়টারকে জানান যে তেহরান গত সপ্তাহে যে অবস্থানে ছিল সেখানেই অটল রয়েছে। ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা বন্ধ হয়ে যায় যখন ইরানের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা এই বছরের শুরুতে যেসব দাবী ও আপোষে সম্মত হয়েছিল তা এখন পরিবর্তন করতে চাইছে।নতুন করে তারা দাবী করছে এবং আগের আপোষগুলো প্রত্যাহার করছে।
ইরান গত সপ্তাহে যে নতুন খসড়া প্রস্তাবগুলি দিয়েছে তা নিয়ে আলোচনা করা হচ্ছে কিনা জানতে চাইলে বাঘেরি কানি বলেন: "হ্যাঁ, আমরা গত সপ্তাহে যে খসড়া প্রস্তাবগুলি দিয়েছি তা এখন অন্যান্য পক্ষের সঙ্গে বৈঠকে আলোচনা করা হচ্ছে।"
ইউরোপীয় ইউনিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার বলেছেন যে আলোচনাটি এগিয়ে চলেছে এবং চূড়ান্ত লিখিত প্রস্তাব নিয়ে একটি চুক্তির জন্য বিভিন্ন মূল বিষয় নিয়ে আলোচনার পথ এখনও খোলা রয়েছে।