বিশ্বজুড়ে রোহিঙ্গা বিষয়ে জনমত তৈরি হয়েছে- পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যু তুলে ধরার ফলে বিশ্বজুড়ে এ বিষয়ে জনমত তৈরি হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যু তুলে ধরার ফলে বিশ্বজুড়ে এ বিষয়ে জনমত তৈরি হয়েছে।

বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার বাংলাদেশে পক্ষে অবস্থান নিয়েছে। তবে এ সমস্যার সমাধান সহজ নয় বলে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ এর সমাধানের জন্য কাজ করে চলেছে।

আবদুল মোমেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ই ফেব্রুয়ারি থকে ৩ দিন ব্যাপী জার্মানি সফর করবেন যখন তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান করবেন। সম্মেলনে প্রধানমন্ত্রী নিরাপত্তা এবং অন্যান্য বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন ১৭ ই ফেব্রুয়ারি থেকে প্রধানমন্ত্রী তিন দিন ব্যাপী সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

Your browser doesn’t support HTML5

বিশ্বজুড়ে রোহিঙ্গা বিষয়ে জনমত তৈরি হয়েছে- পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন