শুক্রবার বাগদাদে প্রধান একটি চত্বরে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ বিক্ষোভে সমবেত হয়। প্রতিবাদকারীরা ইরাকী পতাকা হাতে ধ্বনি তোলে “No, No America.”
অনেকে সাদা কাপড় পরে ছিল। এর ইঙ্গিত ছিল --যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক ত্যাগ করুক বা তাদের বার করে দেওয়া হোক।
এক প্রতিবাদকারি বলেন আমরা চাই আক্রমণকারীরা চলে যাবে। তিনি আরও বলেন রাজনীতিকরা তাদের বার করে না দিলে সামরিক বাহিনী তা করবে।
আমেরিকান বাহিনী ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি কে হত্যা করার পর, শিয়া ধর্মীয় নেতা মুখতাদা আলসাদর এই সমাবেশের ডাক দেন।