বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের সাথে ধাওয়া পাল্টাধাওয়া, গ্রেপ্তার ১৪জন

Bogura Clash with police Pic 01 01.01.2020

বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশের সঙ্গে ধাওয়া পল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

বগুড়া থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা প্রতীক ওমর।

Your browser doesn’t support HTML5

বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের সাথে ধাওয়া পাল্টাধাওয়া, গ্রেপ্তার ১৪জন

ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বগুড়ার খোকন পার্কে মিছিল নিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। এসময় তারা জুতা পায়ে শহীদ মিনারে উঠে লাফালাফি করলে পুলিশ তাদের নিষেধ করে। এসময় পুরিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এমন অভিযোগ করে বগুড়া সদর থানার অফিসার্স ইনচার্জ বদিউজ্জামান ভয়েস অফ আমেরিকাকে বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেয়ার জন্য নেতাকর্মীরা মিছিল নিয়ে খোনপার্কে অবস্থান নেয় এবং সেখানে জুতাপায়ে শহীদ মিনারে উঠে লাফালাফি করে। এমন দৃশ্য দেখে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী তাদের বাঁধা দিলে নেতাকর্মীরা তার উপর চড়াও হয়ে হামলা করে । এতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবার্তীসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি বলেন এপর্যন্ত তাদের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের উপর কোন কারণ ছাড়াই আক্রমান করেছে উল্লেখ করে বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, পুলিশের এমন অভিযোগের জবাবে বলেন, আমাদের কেউ এমন কাজ করতেই পারে না। যদি কেউ জুতা পায়ে শহীদ মিনারে উঠে থাকে তাহলে বিষয়টি পুলিশ আমাকে জানাতে পারতো আমি ব্যবস্থা নিতাম। তিনি আরো বলেন, মূলত পুলিশের হামলায় নেতাকর্মীরা প্রাণের ভয়ে শহীদ মিনারের উপর দিয়ে দেয়াল টপকে পার্ক ছেড়েছে। এসময় তাদের প্রায় ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানান।

এঘটনায় দলীয় ভাবে বিশ নেতাকর্মী গ্রেপ্তারের কথা বলা হলেও পুলিশ বলেছে ১৪ জনের কথা।