নারী কন্ঠ: প্লাস্টিক সার্জেন ড. ফারজানা ইব্রাহিমের সঙ্গে কথোপকথন

Dr. Farzana Ibrahim

শাগুফতা নাসরিন কুইন

আজকের নারী কন্ঠ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ড. ফারজানা ইব্রাহিমের সঙ্গে।

Your browser doesn’t support HTML5

নারী কন্ঠ: ড.ফারজানা ইব্রাহিম

Dr. Farzana Ibrahim

সম্প্রতি জিনিভায় ৭২ তম ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেমব্লির প্রাক্কালে উইমেন গ্লোবাল হেল্থ, ড. ইব্রাহিমকে Heroine of Health পুরস্কারে ভূষিত করে।

তিনি হচ্ছেন প্রথম সার্জেন যিনি এই পুরস্কার পেলেন।

বিশ্বব্যাপী সুস্বাস্থ্যের জন্য বিশিষ্ট মহিলারা যে অবদান রাখেন তার জন্যই এই পুরস্কার দেওয়া হয়।

Dr. Farzana Ibrahim

ReSurge এবং SkinCeuticals এই দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে Reconstructive Surgeryর একটি কার্যক্রম, Pioneering Women in Reconstructive Surgery (PWRC) তাতে ড. ইব্রাহিম অংশ নেন।

ড. ইব্রাহিম বলেন বাংলাদেশে প্লাস্টিক সার্জারি বিশেষ করে reconstructive সার্জারি খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন মানুষের জীবনে এই ধরনের সার্জারি, ব্যাপক ইতিবাচক পরিবর্তন এনে দেয়।

Dr. Farzana Ibrahim

তিনি ঢাকা মেডিকেল কলেজে ড. শাফকাত খোন্দকারের অধীনে প্লাস্টিক সার্জারি ক্ষেত্রে প্রশিক্ষণ লাভ করেন।

বাচ্চাদের অনেক সময় ঠোঁট ও তালু কাটা থাকে এবং সেটা reconstructive সার্জারি করে সারিয় তুললে অসাধারণ পরিবর্তন লক্ষ্য করা যায় একটি শিশুর জীবনে।

Dr. Farzana Ibrahim

এই ধরনের সাফল্য ড. ইব্রাহিমকে অনুপ্রাণিত করেছে প্লাস্টিক সার্জারিকে পেশা হিসেবে বেছে নিতে।

প্লাস্টিক সার্জেন ড. ফারজানা ইব্রাহিম বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত বারডেম জেনারেল হাসপাতালের অ্যাসিসটেন্ট প্রফেসর এবং অ্যাসিসটেন্ট ডিরেক্টর।