শুক্রবার রাষ্ট্র-অধিভুক্ত ফানা ব্রডকাস্টিং জানিয়েছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ উত্তর-পূর্ব আফার অঞ্চলে বিদ্রোহী টিগ্রায় বাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে রয়েছেন।
ঐ সম্প্রচার সংস্থার তথ্য অনুসারে আবি সামরিক পোশাক পরেছিলেন এবং টেলিভিশন স্টেশনে আফান ওরোমো এবং আমহারিক ভাষায় কথা বলছিলেন। রয়টার্স আলাদাভাবে যাচাই করতে পারেনি ঠিক কোথায় এই ভিডিওটি ধারণ করা হয়েছে।
টুপি এবং সানগ্লাস পরা আবি বলেন, "আপনি ওখানে যা দেখছেন তা হল একটি পাহাড় যা গতকাল পর্যন্ত শত্রুদের দখলে ছিল। এখন আমরা এটিকে পুরোপুরি আমাদের দখলে নিতে সক্ষম হয়েছি।টিগ্রায় এবং আফার সীমান্তে অবস্থিত চিফরা শহরটি দখল করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আজ সেনাবাহিনীর মনোবল খুবই উত্তেজনাপূর্ণ।"
আবি বলেন, "শত্রুকে কবর দেয়া এবং ইথিওপিয়ার স্বাধীনতা নিশ্চিত না করা পর্যন্ত আমরা পিছু হটে যাব না। আমরা যা দেখতে চাই তা হল এমন একটি ইথিওপিয়া যে দেশটি নিজের পায়ে দাঁড়িয়েছে।আমরা এর জন্য মৃত্যুকে বরণ করতেও প্রস্তুত।"
আবি সোমবার গভীর রাতে ঘোষণা করেন যে তিনি উত্তরাঞ্চলের টিগ্রায় এর বিদ্রোহী বাহিনী ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশনা দিতে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন।
টিগ্রায় বাহিনী রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার বা ঐ অঞ্চলের বৃহত্তম বন্দরের সঙ্গে ইথিওপিয়াকে সংযোগকারী পথ বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জেফরি ফেল্টম্যান এই সপ্তাহে বলেন টিগ্রায় বাহিনী দক্ষিণে রাজধানীর দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছিল, তবে সামরিক বাহিনী পূর্ব ফ্রন্টে পরিবহন পথ বিচ্ছিন্ন করার কয়েকটি প্রচেষ্টাকে ব্যাহত করতে পেরেছে।