পাকিস্তানে এক রাজনীতিক আত্মঘাতী বোমা হামলায় আহত হয়েছেন

KPK Attack

KPK Attack

উত্তর পশ্চিম পাকিস্তানে, পুলিশ সূত্রে বলা হয়, এক আত্মঘাতী বোমা হামলাকারীর আক্রমণে আসন্ন নির্বাচনের এক প্রার্থী আহত হন এবং তাঁর গাড়ির চালক নিহত হন।

কর্মকর্তারা বলেন রবিবারের বিস্ফোরণে ইকরামউল্লাহ গান্দাপুরের ড্রাইভার এবং অন্যান্য তিন জন আহত হন।

ক্রিকেটার এবং রাজনীতিক ইমরান খানের দলের প্রার্থী গান্দাপুর সংসদে একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে।