বাংলাদেশ পুলিশ জানিয়েছে তারা রাজধানী ঢাকার পল্লবী থানায় বুধবার সংঘটিত বোমা বিস্ফোরণের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে এবং একই সাথে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এই বোমা বিস্ফোরণের যে দায় স্বীকার করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন এসকল কথা জানিয়ে পল্লবী থানার ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে পুলিশের দেয়া আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে একে ‘স্থানীয় আধিপত্য বিস্তার সংশ্লিষ্ট একটি অপরাধ মূলক কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন । বুধবার ভোরে পল্লবী থানার বোমা বিস্ফোরণের ঘটনায় ৪ পুলিশ সদস্য সহ পাঁচ জন আহত হয়েছেন এবং থানা ভবনের অভ্যন্তরে ক্ষয় ক্ষতি হয়েছে ।
এই ঘটনা ঘটার বেশ কয়েক ঘণ্টা পর অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রের সাইট ইন্টেলিজেন্স গ্রুপ পল্লবী থানায় বিস্ফোরণের দায় আইএস স্বীকার করেছে বলে বুধবার রাতে তাদের ওয়েবসাইটে জানিয়েছে। পল্লবী থানার ঘটনার দুই দিন আগে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহার সময় পুলিশ স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু যায়গায় সন্ত্রাসী হামলার বিষয়ে দেশ ব্যাপী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলোকে পুলিশ সদর দপ্তরের তরফে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেয়া হয়েছিল।
ভয়েস অফ অ্যামেরিকার তরফে বর্তমান প্রেক্ষাপটে পল্লবী থানার ঘটনার গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার ব্যাপ্তির উল্লেখ করে এর সাথে আইএস এর মত জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অপরাধ বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন পল্লবী থানার ঘটনার দায় আইএস স্বীকার করার পর কর্তৃপক্ষকে এর সুষ্ঠু তদন্ত করে আসল সত্য উম্মচন করতে হবে এবং তা জনগণকে জানাতে হবে।
Your browser doesn’t support HTML5