পঞ্চগড়ে আহমদিয়া মুসলিমদের ওপর সুন্নি মুসলিমদের হামলায় ২১ জন আহত

বাংলাদেশের উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার আহমদনগরে সংখ্যালঘু আহমদিয়া মুসলিমদের ওপর সুন্নি সম্প্রদায়ের একটি সংগঠনের সদস্যরা মঙ্গলবার রাতে হামলা চালালে অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশের উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার আহমদনগরে সংখ্যালঘু আহমদিয়া মুসলিমদের ওপর সুন্নি সম্প্রদায়ের একটি সংগঠনের সদস্যরা মঙ্গলবার রাতে হামলা চালালে অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সুন্নি সংগঠন খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের সমর্থকরা গত কয়েকদিন ধরে আগামী ২২ থেকে ২৪শে ফেব্রুয়ারি আহমদনগর এলাকায় আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সালানা জলসা কর্মসূচী বাতিলের দাবি জানিয়ে আসছিল। পুলিশের তরফে বলা হয়েছে জেলা প্রশাসন জলসা স্থগিত করার ঘোষণা দেয়ার পরও খতমে নবুওয়তের সদস্যরা আহমদিয়া মুসলিমদের বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যাবহার করে।

পরে গোলযোগপূর্ণ আহমদনগরের নিরাপত্তা রক্ষায় আধা সামরিক বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ বলেছে জলসা স্থগিত করারা পরও যারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Your browser doesn’t support HTML5

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিমদের ওপর সুন্নি মুসলিমদের হামলায় ২১ জন আহত