নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ইলুমদীতে বৃহস্পতিবার ভোরে গণপিটুনিতে তিন সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে।
নিহতদের মধ্যে দুজন হলেন জেলার সোনারগাঁও উপজেলার জহিরুল (৩৫) ও মফিজুল (৩০)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন ওই তিনজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধরে ফেলে এবং গণপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় বলে ওসি জানিয়েছেন।