নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম উঠল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলাম।

মাত্র ৩০ সেকেন্ড। এক হাতের পিঠে ৫০টি পেনসিল তুলে নেওয়ার ব্যালেন্স এর মধ্যেই! এমন দক্ষতার কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এবার নাম লেখালেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলাম। বাংলাদেশের হয়ে এটি ১৫তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনিরুল কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা। তার বাবা জহিরুল ইসলাম ও মা খায়রুন নাহার। দুই ভাইবোনের মধ্যে মনিরুল বড়। চলতি বছরের ৩ জুন ‘দ্য মোস্ট পেনসিল ব্যালেন্স অন দ্য ব্যাক অব দ্য হ্যান্ড ইন থার্টি সেকেন্ড’ নামক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ের পর মিডিয়াকে মনিরুল ইসলাম বলেন, ফেব্রুয়ারিতে ইউটিউবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক প্রতিযোগিতার এ ইভেন্টটি সর্বপ্রথম দেখি। এরপর এ বিষয়ে আগ্রহ তৈরি হয়। তাই সেদিনই ৫০টি পেনসিল কিনে অনুশীলন করতে থাকি। প্রথম দিকে পারছিলাম না, কিন্তু বাবা-মা আর বন্ধুদের অনুপ্রেরণায় আমি বারবার চেষ্টায় সফল হই।

এর আগের রেকর্ডটিও ছিল বাংলাদেশের দখলে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী টাঙ্গাইলের সিয়াম রেজোয়ান খান ৩০ সেকেন্ডে ৪৪টি পেনসিল ব্যালান্স করতে পেরেছিলেন।