বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় সারাদেশে ১৪ দিনের শাটডাউন দেয়ার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরিপরামর্শক কমিটি। কমিটির ৩৮ তম সভায় এই পরামর্শ দেয়া হয়।
বৃহস্পতিবার কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে কোভিড-১৯ রোগের বিশেষ ডেল্টা ধরনের সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে। ইতোমধ্যে এর প্রকোপ অনেক বেড়েছে।
এ প্রজাতির জীবাণুর সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি। এটি প্রতিরোধে খণ্ড খণ্ড ভাবে নেয়া কর্মসূচিরউপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
অন্যান্য দেশ, বিশেষত পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা হলো, কঠোর ব্যবস্থা ছাড়া এর বিস্তৃতি প্রতিরোধ করা সম্ভবনয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধের জন্য কমিটি সর্বসম্মতিক্রমে সারাদেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউন’ দেয়ার সুপারিশ করছে।
কমিটির তরফে বলা হয়, জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন।এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে নাপারলে যত প্রস্তুতিই থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে।
উল্লেখ করা যায় যে, করোনা সংক্রমণ রোধে খুলনা, রাজশাহী বিভাগের বেশ কিছু জেলায় বিশেষ লকডাউন কার্যকর রয়েছে।
এছাড়া ঢাকারআশপাশের সাতটি জেলায়ও নতুন করে এ ধরণের লকডাউন দেয়া হয়েছে।