সোমবার তালেবান ঘোষণা করেছে যে তারা আফগানিস্তানে লড়াই করা বন্ধ করবে না। যে সব খবর প্রকাশ পেয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি চুড়ান্ত করার লক্ষ্যে বিদ্রোহী ওই গ্রুপ সাময়িক অস্ত্র বিরতি ঘোষণা করতে প্রস্তুত, তারা তা প্রত্যাখ্যান করেছে।
এমন দিনে ওই ঘোষণা করা হলো যখন তালেবান বিদ্রোহীরা আফগান নিরাপত্তা বাহিনীর অন্তত ১৪জন সেনাকে হত্যা করে। গত সপ্তাহে বেশ কয়েকটি মারাত্বক হামলা হয় সেখানে।
প্রধান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, বিদ্রোহী গ্রুপ যাতে সহিংস তৎপরতা হ্রাস করে যুক্তরাষ্ট্র যে আবেদন জানিয়েছে, তা বিবেচনা করার জন্য, নেতৃত্ব পর্যায়ে অভ্যন্তরীণ শলা পরামর্শ চলছে।
এ মাসের গোড়ার দিকে ওয়াশিংটন, দীর্ঘ এক মাস ধরে চলা, তালেবানের সঙ্গে শান্তি সংলাপ স্থগিত রাখে। ওযাশিংটন দাবী জানায় যে আলোচনায় আর কোন অগ্রগতি হওয়ার আগে, তালেবান কে সহিংস তৎপরতা কমাতে হবে।