ট্রাম্প ভারতের সঙ্গে সামরিক চুক্তি করার কথা ঘোষণা করেছেন

Trump in India 03

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন যুক্তরাষ্ট্র, ভারতের সামরিক বাহিনীর কাছে ৩শো কোটি ডলারের আমেরিকান হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জাম বিক্রী করার বিষয়ে ভারতের সঙ্গে একটা চুক্তি সাক্ষর করবে।

আহমেদাবাদে এক সমাবেশে ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ওই ঘোষণা করেন। প্রায় ১ লক্ষ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদীর ভাষণ শোনারজন্য সমবেত হন।


ভারত সফরে যাওয়ার আগে ট্রাম্প বলেছিলেন এই সফরের সময় কোন নতুন বড় ধরনের বাণিজ্য চুক্তি হবে না।

মোদী আশাবাদ ব্যাক্ত করে বলেন সম্ভাব্য বাণিজ্য চুক্তি – প্রতিরক্ষা, জ্বালানি শক্তি এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এবং ভারতে ব্যবসা মহলে পরিস্থিতির উন্নতি হলে যুক্তরাষ্ট্রের জন্য নতুন সুযোগ দেখা দেবে।


মোদী বলেন এই দুই দেশ শুধু ভারত প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে নয় সারা পৃথিবীতে শান্তি, উন্নতি এবংনিরাপত্তা আনতে সাহায্য করবে।