জাতিসংঘে আফগান রাষ্ট্রদূতের পদ ছেড়ে দিলেন গোলাম ইসাকজাই

জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি গুলাম ইসাকজাই নিউইয়র্কে জাতিসংঘে আফগানিস্তানের উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের সময় কথা বলার জন্য অপেক্ষা করছেন।১৬ আগস্ট ২০২১।(ছবি-এএফপি/টিমোথি এ ক্ল্যারি)

জাতিসংঘ জানিয়েছে দেশটির নিপাতিত সরকারের নিযুক্ত আফগান রাষ্ট্রদূত জাতিসংঘে তার পদ ছেড়ে দিয়েছেন।

বৃহস্পতিবার প্রাপ্ত একটি চিঠি অনুসারে, জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক এএফপিকে জানান, গোলাম ইসাকজাই "১৫ ডিসেম্বর থেকে তার পদ ছেড়ে দিয়েছেন।"

কূটনীতিকরা বলছেন, আগস্টে তালিবান দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানিস্তান অর্থনৈতিক সংকটে থাকায় জাতিসংঘে তাদের কাজ চালিয়ে যেতে অসুবিধা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে মন্তব্যের জন্য জাতিসংঘের আফগান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

১৪ই সেপ্টেম্বর ইসাকজাই আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে বিবৃতি দিতে বলেছিলেন যে তিনি আফগান রাষ্ট্রদূত হিসেবে তার পদে বহাল থাকছেন।

সেই মাসের শেষের দিকে তালিবান জাতিসংঘকে আন্দোলনের প্রাক্তন মুখপাত্র সুহেল শাহীনকে ইসাকজাইয়ের স্থলাভিষিক্ত নতুন রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি দিতে বলে।

ইসাকজাই নভেম্বরের শেষের দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে অংশ নিয়েছিলেন যেখানে তিনি তার দেশের নতুন কট্টর ইসলামপন্থী শাসকদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন।

কিন্তু এই মাসের শুরুর দিকে, জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাব পাস করেছে যা আফগানিস্তানের প্রতিনিধি আসনে প্রতিদ্বন্দ্বীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করবে।

তালিবান এই বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতিসংঘের ব্যর্থতার সমালোচনা করে বলেছে যে এটি আফগান জনগণের অধিকারকে উপেক্ষা করছে।

এর আগে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত যখন তারা আফগানিস্তান শাসন করেছিল তখন জাতিসংঘে তালিবানের কোন রাষ্ট্রদূত ছিল না।