গেল সপ্তাহে পুলিশের ওপর হামলার পর জঙ্গি সংগঠন আইএস-এর দায় স্বীকারে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার এক অনুষ্ঠানে ওই ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু হলেই সাইট ইনটেলিজেন্সের মাধ্যমে দায় স্বীকার করা হয়। এটা দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের প্রপাগান্ডা চ্যানেল লোন উলফ অনলাইন ম্যাগাজিনে বাংলাদেশের তিন বিশিষ্ট নাগরিককে হুমকি দেয়ায় তাদের নিরাপত্তা দেয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিদের দমন করা গেলেও মূল উৎপাটন করা সম্ভব হয়নি। তারাই মাঝে-মধ্যে হুমকি-ধমকির মাধ্যমে আত্মপ্রকাশ করে। কিন্তু তাদের হুমকিতে বাংলাদেশের মানুষ কখনোই ভয় পায় না।
জঙ্গি সংগঠন আল-কায়েদার অনুসারীরা তাদের প্রপাগান্ডা চ্যানেল বালাকোট মিডিয়াতে বাংলাদেশ ও ভারতে লোন উলফ হামলার পরিকল্পনা ও নির্দেশনা সম্বলিত একটি বার্তা প্রকাশ করে। লোন উলফ নামে ওই অনলাইন ম্যাগাজিনে বাংলাদেশের তিন বিশিষ্ট নাগরিক এডভোকেট সুলতানা কামাল, অধ্যাপক মুনতাসির মামুন ও শাহরিয়ার কবিরের নাম রয়েছে।
এ তথ্য প্রকাশের পর শনিবার মানবাধিকার কর্মী সুলতানা কামাল ধানমন্ডি থানায় জিডি করার পর তার বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার অধ্যাপক মুনতাসীর মামুনও থানায় নিরাপত্তার আবেদন করেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী
Your browser doesn’t support HTML5