সদ্য সমাপ্ত সপ্তাহের গোড়ার দিকে চীনের উপ প্রধানমন্ত্রী লিউ হি’র সঙ্গে যুক্তরাষ্ট্রের বানিজ্য আলোচনা নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ব’লেছেন – চীনের সঙ্গে বানিজ্য লড়াইয়ের অবসান ঘ’টে এ যাবতকালের সবচেয়ে বড়ো মাপের একটা রফা হয়ে যাবে হয়তোবা। বিষয়টি নিয়ে অর্থনীতিবিদ ড. সেলিম জাহানের সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন। প্রশ্নগুলো ছিলো এমন:
ইতিমধ্যে, ট্রাম্প প্রশাসন কতৃক চীনের দিক থেকে আসা রফতানী সামগ্রীর ওপর ২৫ হাজার কোটি ডলার এবং পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের তরফের রফতানী সামগ্রীর ওপর চীনের পক্ষে ১১ হাজার কোটি ডলার শুল্ক আরোপ বলবত হয়েছে ইতিমধ্যেই। প্রেসিডেন্টের কথা মতো, তাহ’লে কি এসব পার্থক্য – লেনদেনের ফারাক সত্যি দূর হতে পারে?
প্রেসিডেন্ট ব’লেছেন – অচীরেই চীনের শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে তাঁর কথাবার্তা হ’তে পারে এবং এসব মতপার্থক্য দূর ক’রতে আলোচনা হবে। রাজনৈতিক ভাস্যকার ও গ্রন্থকার পোকং চেন ব’লেছেন – আসলে বানিজ্য আলোচনা নিয়ে যতোটা না আলোচনা হয়েছে – তার চেয়ে বেশি হয়েছে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের পরবর্তী কথাবার্তা যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে- এমাসের শেষের দিকে ভিয়েতনামে – তা নিয়ে। আপনার কি মনে হয়?
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন যাবত অভিযোগ ক’রে এসেছে বেজিং এ্যামেরিকান ব্যবসা সংস্থাগুলোকে তাদের প্রযুক্তি জ্ঞান চীনের ব্যবসায়িদের কাছে হস্তান্তরের জন্যে জোরাজুরি করে – অথচ সে নিজে আবার তার বিশাল বাজারে প্রবেশাধিকার দেওয়া নিয়ে নানান অজুহাত খাড়া করে। কি মনে হয়?
প্রেসিডেন্ট ট্রাম্প এও ব’লেছেন যে চীন সিথেটিক ওপিওয়েডকে দূর্নীতি তৎপরতার তালিকায় চিহ্নিত করতে সম্মত হয়েছে- এতে ক’রে যুক্তরাষ্ট্রে ঐ মাদকের চালান কি প্রতিহত ক‘রতে অনেকখানি সুবিধে হবে?
Your browser doesn’t support HTML5