কক্সবাজার শরনার্থী শিবিরে নানা সমস্যায় জর্জরিত রোহিঙ্গা শরনার্থীরা। তার ওপরে ভারতে থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা মিয়ানমারে ফেরত পাঠানোর ভয়ে আতঙ্কিত।
সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে অনেকেই। এরই মধ্যে কয়েক দিনে কয়েক ডজন রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। জোর করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কড়া সমালোচনা করেছে জাতিসংঘ ও মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো। তারা অভিযোগ করছে, নির্যাতিত রোহিঙ্গাদের ভয়াবহতার মধ্যে ফেরত পাঠিয়ে ভারত আন্তর্জাতিক আইনের প্রতি অমর্যাদা করছে। সৌদী আরব থেকে ফেরত পাঠানো হচ্ছে অনেক রোহিঙ্গা। কক্সবাজার শিবিরে স্বাস্থ্য সমস্যা, মাদক সমস্যাসহ নানা সমস্যা দিনদিন বাড়ছে। এসব নিয়ে আজকের আলোচনা অংশ নিচ্ছেন শরনার্থী ও অভিবাসন বিষয়ক বিশ্লেষক আসিফ মুনীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের লোক প্রশাসনের শিক্ষক অধ্যাক হোসেইন কবীর, কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল ও বাল্টিমোরে বসবাসরত রোহিঙ্গা মো: হাবিবুল্লাহ।
Your browser doesn’t support HTML5