কাশ্মীরে ২জন স্কুল শিক্ষক জঙ্গিদের গুলিতে নিহত  

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে যেখানে হামলাকারীরা দু জন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে, সেখানকার নিরাপত্তায় রয়েছেন পুলিশ - অক্টোবর ৭, ২০২১- এপি

পুলিশ বলছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলাকারীরা দু জন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে। ঐ বিবাদিত অঞ্চলে অসামরিক লোকদের লক্ষ্য করে হামলার ঘটনা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। ঐ অঞ্চলের প্রধান শহর শ্রীনগরের অদূরে এই আক্রমণের জন্য কর্তৃপক্ষ সেই সব জঙ্গিকে দায়ী করছে যারা সেখানে ভারতের শাসনের বিরুদ্ধে লড়ছে।

পুলিশ বলছে জঙ্গিরা একটি সরকারি স্কুলের ভেতরে প্রবেশ করে খুব কাছে থেকে একজন নারী শিক্ষক এবং তাঁর পুরুষ সহকর্মিকে গুলি করে পালিয়ে যায়। দু জনই ঘটনা স্থলে মারা যান। নিহতরা সংখ্যালঘু হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্য ।সরকারি বাহিনী এলাকাটি ঘিরে ফেলে ।

ঐ অঞ্চলে পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেন যে পুলিশ এই হত্যাকান্ডের তদন্ত শুরু করেছে এবং “ আগের ঘটনাগুলোর ব্যাপারেও কিছু সুত্রের উপর কাজ করছে”। তিনি বলেন হামলাকারীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

ভারতপন্থি এবং ভারতবিরোধী রাজনীতিকরা একাধারে এই হত্যকান্ডের প্রতি নিন্দা জ্ঞাপন করেছেন।