আজ সকালে কলকাতা শহরতলির দমদমের নাগেরবাজারে বিস্ফোরণের ঘটনায় খোঁজখবর শুরু করে দিল দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।
Your browser doesn’t support HTML5
উত্তর শহরতলির দমদমের নাগেরবাজারে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই সিআইডি-র সঙ্গে কথা বলেছে এনআইএ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের সিআইডি অফিসাররা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। কী ধরনের বিস্ফোরক ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত বলা যেতে পারে আজ মঙ্গলবার ভারতীয় সময় সকালে দমদম নাগেরবাজার বিস্ফোরণে কেঁপে ওঠে। দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধান পাঁচু রায়ের দফতরের সামনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত হন ১২ জন। আহতদের মধ্যে বিভাস ঘোষ নামে ৮ বছরের এক বালকের পরে এসএসকেএম হাসপাতলে এ মৃত্যু হয়।প্রাথমিক ভাবে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে বলে মনে করেছিলেন অনেকে।তদন্তে নেমে কয়েক ঘণ্টা কেটে গেলেও বিস্ফোরকের প্রকৃতি নিয়ে প্রথমে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ কমিশনার জানান, সকেট বোমা ফেটে বিস্ফোরণ হয়েছে নাগেরবাজারে। কিন্তু, তাতেও সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, সকেট বোমা ফেটে বিস্ফোরণে এতখানি তীব্রতা থাকা কি সম্ভব? যদিও এ বিস্ফোরণের পর রাজনৈতিক তরজা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।