করোনা মহামারী আর বন্যায় বিধ্বস্ত উত্তর-পূর্ব ভারত

জোড়া বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর-পূর্ব ভারত। একদিকে করোনা মহামারী, অন্যদিকে বন্যা। তবে দুই পরিস্থিতি সামাল দিতে দিনরাত পরিশ্রম করছে মনিপুরের রাজ্য সরকার।

জোড়া বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর-পূর্ব ভারত। একদিকে করোনা মহামারী, অন্যদিকে বন্যা। তবে দুই পরিস্থিতি সামাল দিতে দিনরাত পরিশ্রম করছে মনিপুরের রাজ্য সরকার।

আজ বৃহস্পতিবার মণিপুরের জলপ্রকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উত্তর-পূর্বের রাজ্যগুলির শাসকদের দরাজ সার্টিফিকেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে এই প্রকল্পকে উত্তর-পূর্বে মহিলাদের রাখিবন্ধনের উপহার বলেও উল্লেখ করলেন মোদি। এই রাজ্যগুলির পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়ার কথাও জানান তিনি।

তাঁর কথায়, পর্যটকদের কাছে এই রাজ্যগুলির আকর্ষণ রয়েছে। তবে তাঁদের টানতে গেলে প্রয়োজন উন্নত পরিকাঠামো। তবে উত্তর-পূর্ব ভারতের পরিকাঠামো উন্নয়নের পিছনে অন্য কারণ দেখছে ওয়াকিবহাল মহল।এদিন দিল্লি থেকেই ভারচুয়াল অনুষ্ঠানের মাধ্যেমে মণিপুরের জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপরন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের ফলে গ্রেটার ইমফল ও মণিপুরের ১৭০০ গ্রামে জল পৌঁছে যাবে।

পাশাপাশি, এই প্রকল্পে হাজার হাজার স্থানীয় বাসিন্দার কর্ম সংস্থান হবে বলেও আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী। তাঁর কথায়, করোনা মহামারীর জেরে স্তব্ধ গোটা দেশ। তারমধ্যে একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছে কেন্দ্র সরকার। মণিপুরের জল প্রকল্প তার উৎকৃষ্ট উদাহরণ।

Your browser doesn’t support HTML5

করোনা মহামারী আর বন্যায় বিধ্বস্ত উত্তর-পূর্ব ভারত