দেশের সৎ করদাতাদের সম্মানিত করার জন্য একটি প্ল্যাটফর্ম লঞ্চ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার কর ব্যবস্থায় যে সব পরিকাঠামোগত সংস্কার আনতে চাইছে, তাতে এই প্ল্যাটফর্ম মাইলস্টোন হয়ে থাকবে।
গত ৬-৭ বছরে করদাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্তু কিন্তু ১৩০ কোটি মানুষের দেশে মাত্র দেড় কোটি মানুষ কর দেন, যা দেশের জনসংখ্যার নিরিখে নগণ্য। যাঁরা কর দিতে সক্ষম, তাঁদের আত্মসমীক্ষা করা উচিত, বললেন প্রধানমন্ত্রী। যাঁরা নিয়মমাফিক কর মেটান, তাঁরা দেশের উন্নতিতে অবদান রাখেন, তাঁদের সম্মান জানাবে সরকার।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, করদানে জটিলতা দূর করাই আমাদের লক্ষ্য। কর জমার ক্ষেত্রে স্ক্রুটিনি কোনও নির্দিষ্ট আধিকারিক দ্বারা হবে না, ফলে করদান-প্রক্রিয়া দুর্নীতিমুক্ত হতে চলেছে। ২৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ফেসলেস অ্যাপিল সার্ভিস বলে জানিয়েছেন তিনি।
Your browser doesn’t support HTML5