চট্টগ্রামে ইয়াবা পাচারের অভিযোগে মাদক মামলায় মো. সৈয়দ আলম (২০) নামে এক রোহিঙ্গা যুবককে ছয় বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার নগরীর কোতোয়ালি থানার মাদক মামলায় চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত আসামি হলেন- মিয়ানমারের নাগরিক মো. সৈয়দ আলম।। তবে তিনি বর্তমানে কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা শরণার্থী ক্যাম্পের এ ব্লকে বসবাস করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ ডিসেম্বর নগরের কোতোয়ালি থানার নূর আহমেদ সড়কের ২ নম্বর মিউনিসিপ্যাল শপিং কমপ্লেক্সস্থ এলাইড সাপ্লায়ার্স অ্যান্ড কোম্পানি নামের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে এক হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। বর্তমানে আসামি মো. সৈয়দ আলম আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।