ইরানে কাসেম সোলেমানির দাফন অনুষ্ঠানে পদদলনে অন্তত ৩২জন নিহত

Iranian people attend a funeral procession and burial for Iranian Major-General Qassem Soleimani, head of the elite Quds Force, who was killed in an air strike at Baghdad airport, at his hometown in Kerman, Iran January 7, 2020.

মঙ্গলবার ইরানের বার্তা মাধ্যমে বলা হয়েছে, শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেমানির দাফন অনুষ্ঠানে ভিড়ের মধ্যে পদদলনে অন্তত ৩২জন নিহত হয়, আহত হয় অন্যান্য ১৯০ জন।

দাফনের আগে সোলেমানির সম্মানে তার নিজ শহর কেরমানে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়। তার আগে তেহরান, কোম এবং আহভাজে জানাজা অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়। রাষ্ট্রীয় বার্তা মাধ্যমে বলা হয় পদদলনের ঘটনার পর দাফন স্থগিত হয়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সোলেমানি নিহত হন। যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হুমকি দিচ্ছে যে তারা পাল্টা হামলা চালাবে। এর ফলে ব্যাপক সংঘাতের আশংকা দেখা দিয়েছে।