ইরান উন্নতমানের সেন্ট্রিফিউজ স্থাপন করছে সেই খবর জাতিসংঘ নিশ্চিত করেছে

Centrifuge Iran Iran Nuclear

সোমবার জাতিসংঘের নজরদারি সংস্থা বলেছে তাদের পর্যবেক্ষকরা এই খবর নিশ্চিত করেছেন যে ইরান আরও উন্নতমানের সেন্ট্রিফিউজ স্থাপন করছে এবং ইউরেনিয়াম পরিশোধনের জন্য তা ব্যবহার করা যাবে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বিবৃতিতে বলা হয়েছে বেশ কয়েক ধরনের উন্নতমানের সেন্ট্রিফিউজ ওই তালিকায় অন্তর্ভুক্ত এবং ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে তা নিষিদ্ধ। বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের চুক্তি হয় যে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তারা তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করবে।

ইরানী কর্মকর্তারা ওই পদক্ষেপ ঘোষণা করার পরপরই জাতিসংঘের নজরদারি সংস্থা ওই খবর নিশ্চিত করে। ইরান অভিযোগ করেছে যে তাদের তেল শিল্পের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় দেশগুলো যথেষ্ট করছে না।