জিম্বাবুয়েতে শেতাঙ্গদের প্রতি সংহতির ডাক

আসন্ন নির্বাচনে শেতাঙ্গদের আকৃষ্ট করতে প্রেসিডেন্ট Emmerson Mnangagwa সে দেশে বসবাসরত শেতাঙ্গদের প্রতি সংহতির ডাক দিয়ে বলেছেন যে,তাদের জায়গা-জমি ও কৃষি-খামারে আর হস্তক্ষেপ করা হবে না I ক্ষমতাসীন Zanu PF পার্টির অধীনে, প্রাক্তন প্রেসিডেন্ট,রবার্ট মুগাবে শেতাঙ্গ ও বিদেশীদের জায়গা-জমি ও ক্ষেত-খামার দখল করে দেশে ও বিদেশে চরমভাবে নিন্দিত হয়েছিলেন I

প্রেসিডেন্ট Mnangagwa তাদের আস্বস্ত করে বলেছেন যে এখন তারা ৯৯ বছরের জমির লীজ নিতে পারবেন I