হাসপাতালে ভর্তি হচ্ছে কভিড নিয়ে তরুণ বয়সীরা 

রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বা CDC 'র পরিচালক ড: ওয়ালেনস্কি শুক্রবার জানান, যুক্তরাষ্ট্রে অল্প বয়সীদের ভ্যাকসিন না দেয়াতে হাসপাতালে তাদের ভর্তির সংখ্যা দিন দিন বাড়ছেI হোয়াইট হাউসের ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি, এই গ্রূপটির ৭ দিনে ৭ শতাংশ সংক্রমণ বৃদ্ধির কথা জানানI

তিনি জানান বেশির এদের বয়স ৫৫ বছরের নিচে, যারা এখনো কোনো ভ্যাকসিন পান নিI তিনি বলেন ৬৫ এবং তার ওপরের গ্রূপটির হাসপাতালে কম ভর্তি হওয়া, আমাদের এই বার্তা পৌঁছায় যে আরো বহু আমেরিকানদের জরুরি ভিত্তিতে টিকার আওতায় আনা এখন অপরিহার্য্যI

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বাইডেনের নিরলস প্রয়াসের সফলতা নিয়ে এগিয়ে চলেছে টিকা কর্মসূচিI তবে সেই নুতন আগ্রাসী ভাইরাসের দাপট, টিকা কর্মসূচির সফলতাকে বহুলাংশে ম্লান করেছেIপ্রেসিডেন্ট বাইডেন, এই প্রয়াসে সার্বক্ষণিক নজর রাখছেনI